• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ২০২৫ সালে স্পেন যাত্রায় প্রাণ গেল ৩ হাজার অভিবাসীর 

     dailybangla 
    01st Jan 2026 7:15 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী। নিহতদের মধ্যে রয়েছেন ১৯২ জন নারী ও ৪৩৭ জন শিশু।

    স্পেনভিত্তিক অভিবাসী অধিকার সংগঠন কামিনান্দো ফ্রন্তেয়ার্স বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহতরা মোট ৩০টি দেশের নাগরিক। অধিকাংশই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের হলেও পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক ও মিশরের নাগরিকও রয়েছেন।

    সাগরপথে স্পেনে পৌঁছানোর একমাত্র রুট হলো উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ। এই পথে ইঞ্জিনচালিত নৌযানে যাত্রা করতে প্রায় ১২ দিন সময় লাগে। বছরের বেশির ভাগ সময়ই এই রুট অত্যন্ত বিপজ্জনক থাকে।

    বিকল্প নিরাপদ পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই অভিবাসনপ্রত্যাশীরা এই পথ বেছে নিচ্ছেন বলে জানিয়েছে সংগঠনটি।

    ২০২৫ সালে এই রুটে প্রাণহানি আগের বছরের তুলনায় কম হলেও অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, মৃত্যুর সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে পথটি নিরাপদ হয়ে গেছে। তারা বিপজ্জনক সাগরপথে অভিবাসন কমাতে সীমান্তনীতি শিথিলের আহ্বান জানিয়েছেন।

    উল্লেখ্য, ২০২৪ সালে একই রুটে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজার ৫৪৭ জন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031