২০২৬ বিশ্বকাপের শিরোপা ব্রাজিলেরই হবে: দুঙ্গা
dailybangla
05th Dec 2025 11:36 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে কারা চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে মত দিয়েছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক দুঙ্গা।
ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “মার্কিন মাটিতে খেলা হওয়ায় ব্রাজিলই শিরোপার সবচেয়ে বড় দাবিদার।”
দুঙ্গার মতে, ২৪ বছর বিশ্বকাপ না জেতায় এবার ব্রাজিলের জন্য সময়টা অনুকূল। তবে সাবেক মার্কিন তারকা মার্সেলো বালবোয়ার মতে, শিরোপার সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টিনা। তার তালিকায় স্পেন ও পর্তুগালও আছে।
তরুণ ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও মত দেন দুঙ্গা ও অন্যরা। দুঙ্গা মনে করেন, এমবাপ্পে ও হলান্ড হতে পারেন বিশ্বকাপের বড় তারকা, অন্য বিশেষজ্ঞেরা ইয়ামালের নামও উল্লেখ করেন।
বিআলো/শিলি



