২০২৬ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ানোর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর)। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতে জড়ানোর ঝুঁকি রয়েছে।
রোববার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন পররাষ্ট্রনীতিবিদদের নিয়ে করা এক জরিপে এই মূল্যায়ন উঠে এসেছে। এতে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও অতীতের সংঘর্ষগুলোকে বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান ট্রাম্প প্রশাসন কঙ্গো, গাজা ও ইউক্রেনসহ বিভিন্ন অঞ্চলের সংঘাত নিরসনে সক্রিয় থাকলেও ভারত-পাকিস্তান ও কম্বোডিয়া-থাইল্যান্ড পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
সিএফআর স্মরণ করিয়ে দেয়, চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর তিন দিনের জন্য ভারত-পাকিস্তান সামরিক সংঘাত শুরু হয়। ৬ মে রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের ভেতরে অভিযান চালায় বলে জানায় দিল্লি। ভারতের দাবি, এতে শতাধিক সন্ত্রাসী নিহত হয়।
এর জবাবে পাকিস্তান ৭ থেকে ১০ মে পর্যন্ত ড্রোন হামলা চালায় ভারতের সামরিক ও বেসামরিক স্থাপনায়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়।
প্রতিবেদনটি আরও জানায়, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও চলতি বছর সীমান্ত উত্তেজনা বেড়েছে। বিশেষ করে অক্টোবরে কাবুলে টিটিপি প্রধান নুর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ কারণে ২০২৬ সালে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যেও সীমিত সংঘাতের আশঙ্কা করছে সিএফআর।
বিআলো/শিলি



