• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ২৫০ রোজাদার নিয়ে জবি জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল 

     dailybangla 
    08th Mar 2025 11:57 pm  |  অনলাইন সংস্করণ

    আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ দুইশত পঞ্চাশ জন রোজাদার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৮ মার্চ) পুরান ঢাকার রায় সাহেব বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানটিতে ছাত্রকল্যাণের সভাপতি মাজহারুল ইসলাম তানবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবীদ, এক্টিভিস্ট ও জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী (পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক)।

    অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আয়োজক সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন, শিক্ষালয়টির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নাসির উদ্দিন আহমদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার পালিত, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক স্বপ্নীলা চৌধুরী ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক সাদিয়া আখতার।

    সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম তামিমের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাশেম ছাড়াও সংগঠনটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

    অনুষ্ঠান শেষে সংগঠনটির সভাপতি মাজহারুল ইসলাম তানবীর বলেন, ‘এরকম একটি সুন্দর আয়োজন করতে পেরে সংগঠনের সভাপতি হিসেবে আমি অত্যন্ত আনন্দিত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

    সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম তামিম বলেন, ‘দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিলেটিদের সংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে পেরে আমরা আনন্দিত এবং জালালাবাদ এর প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930