২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বিএনপির শীর্ষ নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরবেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এই ঘোষণা আসে। বৈঠকে তারেক রহমান নিজেও অনলাইনে যুক্ত ছিলেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বৈঠকটি শুরু হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি- ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার আগমনকে আমরা সাদরে ও উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানাচ্ছি।”
মির্জা ফখরুল আরও জানান, সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি নিয়ে আলোচনা হয় এবং সেখানেই এ তারিখ নির্ধারণ করা হয়।
বিআলো/শিলি



