• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক: নতুন বাংলাদেশ গড়তে বিএনপি ছাড়া বিকল্প নেই: ড. জালাল উদ্দিন 

     dailybangla 
    02nd Oct 2025 11:11 pm  |  অনলাইন সংস্করণ

    জাকির হোসেন বাদশা (মতলব উত্তর) চাঁদপুর: তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে মতলব উত্তর উপজেলায় বিএনপি নেতাকর্মীরা উঠান বৈঠক করেছেন। সেখানে বক্তারা বলেছেন, রাষ্ট্র ও জনগণের বৃহৎ স্বার্থ রক্ষায় আগামী নির্বাচনে বিএনপি’কে ক্ষমতায় আনতেই হবে।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বেগমপুরে যুবদল নেতা ইব্রাহিম মিয়াজির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আলফালার সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

    ড. জালাল উদ্দিন বলেন, “বিএনপি ছাড়া জনগণের পাশে দাঁড়ানোর আর কোনো শক্তি নেই। বিএনপি ক্ষমতায় না এলে এদেশের মানুষ আবারও নির্যাতন ও অবিচারের শিকার হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ঘটবে, জনগণ পাবে প্রকৃত স্বাধীনতা।”

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য আলমগীর সরকার। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবনেত্রী সোমাইয়া আক্তার, যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ উল্লা মুন্সি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মালেক মোল্লা, উপজেলা মহিলা দলের সভানেত্রী ফারজানা সরকার, বিএনপি নেতা নাছির উদ্দিন মিজি, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজি প্রমুখ।

    মনোনয়ন প্রসঙ্গে ড. জালাল উদ্দিন বলেন, “এক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকা স্বাভাবিক। তবে দল যাকে মনোনয়ন দেবে, আমরা সকল বিভেদ ভুলে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমি আমার জন্য নয়, ধানের শীষের জন্য ভোট চাইতে এসেছি।”

    বক্তারা বলেন, বিএনপি’র বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার বিকল্প নেই। এজন্য নেতাকর্মীদের দ্বন্দ্ব ভুলে সর্বশক্তি নিয়োগ করতে হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031