৩২টি স্থানে বিস্ফোরণের পরিকল্পনা, লাল কেল্লা হামলা ছিল চূড়ান্ত ধাপ
আর্ন্তজাতিক ডেস্ক: দিল্লির লাল কেল্লা বিস্ফোরণ তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য- সন্ত্রাসীরা ৩২টি গাড়িতে ভারতের ৩২টি স্থানে একযোগে বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। লক্ষ্য ছিল ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে প্রতিশোধ নেওয়া।
হামলার জন্য আট জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দুজন করে চারটি দলে বিভক্ত হয়ে তারা আলাদা স্থানে বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল। প্রতিটি দলকে আইইডি সরবরাহ করা হয়েছিল। চার সদস্য মিলে ২০ লাখ টাকা সংগ্রহ করেন, যা উমরের হাতে গিয়ে বিস্ফোরণের উপকরণ কেনার কাজে ব্যবহৃত হয়।
তদন্তে জানা গেছে, গুরুগ্রাম, নুহ ও আশপাশ থেকে বিস্ফোরক উপকরণ কেনা হয়েছিল এবং হরিয়ানার ফরিদাবাদের একটি মেডিকেল সেন্টার ছিল প্রধান ঘাঁটি। সিগন্যাল অ্যাপে উমর একটি গ্রুপ তৈরি করেছিলেন, যেখানে দুই থেকে চারজন করে সদস্য ছিল।
লাল কেল্লার সামনে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়। দুর্ঘটনা ঘটে উমরের ভুলে, যা ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। মূল পরিকল্পনা ছিল পার্কিং এলাকায় বিস্ফোরণ, তবে পর্যটক থাকায় শেষ মুহূর্তে সিগন্যাল এবং মেট্রো স্টেশনের চত্বরে লক্ষ্য পরিবর্তন করা হয়।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এই ছকের সঙ্গে জড়িত। ইতিমধ্যে চারটি গাড়ি উদ্ধার এবং একাধিক গ্রেফতারির মাধ্যমে পরিকল্পনা ফাঁস হয়েছে। সূত্র: এনডিটিভি
বিআলো/শিলি



