নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করা ৩৭তম বিসিএস ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ধাপে ধাপে ৩৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এই ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো।
সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে এসব কর্মকর্তারা মাঠ প্রশাসনে ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। এখন থেকে তারা সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নতুন দায়িত্ব পালন করবেন।
বিআলো/এফএইচএস