৪৬তম বিসিএস: স্থগিত ভাইভার নতুন সূচি প্রকাশ
dailybangla
02nd Jan 2026 3:46 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যেসব মৌখিক পরীক্ষা স্থগিত হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে। এ পর্যায়ে মোট এক হাজার ৩৬১ জন প্রার্থী অংশ নেবেন। এর মধ্যে সাধারণ, কারিগরি ও উভয় ক্যাডারের প্রার্থীরা রয়েছেন।
রাজধানীর শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫ ও ২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে ভাইভা অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। পিএসসির ওয়েবসাইট থেকে তা সংগ্রহ করতে হবে। নির্ধারিত কাগজপত্র ও অনলাইন ফরম আগেই জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন। নির্ধারিত সময় ও তারিখে উপস্থিত না হলে প্রার্থিতা বাতিল হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিআলো/শিলি



