৪ ঘণ্টা পর পাটুরিয়া-আরিচা নৌরুটে ফেরি চলাচল শুরু
dailybangla
24th Dec 2025 1:29 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় ফেরিগুলো চলাচল শুরু করে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। ভোর থেকে তীব্র কুয়াশার কারণে চ্যানেল মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় সকাল সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক, বাসসহ তিন শতাধিক যানবাহন আটকে পড়ে, ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি বাড়ে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় ফেরি চালু করা হয়। বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে ধাপে ধাপে যানবাহন পার করা হচ্ছে।
বিআলো/শিলি



