• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৫ আগস্ট: একটি জয়ের গল্প 

     dailybangla 
    04th Aug 2025 6:08 pm  |  অনলাইন সংস্করণ
    নুসরাত জাহান (স্মরনীকা)
    রাতের আঁধার ঠেলে সমগ্র পৃথিবীকে নিজের আলো দিয়ে আলোকিত করে যেমন সূর্যোদয় হয়, তেমনই দীর্ঘ আঁধারের অবসান ঘটিয়ে স্বাধীনতার সূর্য ওঠে বাংলাদেশের আকাশে। ৫ আগস্ট বা ৩৬শে জুলাই শুধু ক্যালেন্ডারের পাতায় লিখে রাখার মতো একটি তারিখই নয়, বরং এটি আমাদের গর্ব, ইতিহাস ও আত্মত্যাগের প্রতিচ্ছবি। ৫ই আগস্ট আমাদের সংগ্রাম, প্রতিরোধ আর বিজয়ের প্রতীক। এই দিনটি আমাদের কাছে অন্ধকারে হারিয়ে যাওয়া স্বপ্নের মতো, যা নতুন আলোর খোঁজে ফিরে এসেছে৷
    বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক ইতিহাসে ৫ই আগস্ট একটি স্মরনীয় দিন। ২০২৪ সালের একতরফা নির্বাচন, জনগণের ভোটাধিকার হরণ, দুর্নীতি, দমন-নিপীড়ন ইত্যাদি মিলিয়ে ভবের আগুনে পুড়ছিল জনগণ। শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সমাজ, বেকার তরুণরা, শ্রমজীবী মানুষ—সবার মধ্যে জমে উঠেছিল এক অভূতপূর্ব অসন্তোষ। ৫ই আগস্ট যেন অতিরিক্ত গরমে তীব্র বৃষ্টির মতো ।
    ২০১৮ সালে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়। যা ছাত্রসমাজের আন্দোলনের পরে বাতিল হয়। বেকারত্বের সংখ্যা বৃদ্ধির কারণে হতাশা যেন আঁকড়ে ধরে ফেলেছে সকলকে৷ কারো হয়তো বয়স বৃদ্ধি পাচ্ছে, কারো হয়তো সংসারের হাল ধরা বাকি। অথচ নেই কোনো সমাধান। কোটা ব্যবস্থা চালুর কথা উঠলে ছাত্রসমাজের তীব্র প্রতিবাদে কোটা উচ্ছেদ হয়৷
    পরবর্তীতে ২০২৪ সালের জুন মাসে হাইকোর্টের আদেশ অনুযায়ী সরকারি চাকুরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করলে ছাত্রসমাজ ফেঁপে ওঠে৷ জুলাই মাসের ১ তারিখ পর্যন্ত কোটা উচ্ছেদের সময় দেয়া হয়, তবে তা মেনে নেয়া হয় না। পরবর্তীতে ১ জুলাই থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ  আন্দোলন শুরু করে। ১৬ জুলাই এই শান্তিপূর্ণ আন্দোলন ভয়ংকর রুপ ধারণ করে বেরোবির ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনার কারণে আন্দোলন তীব্র রুপ ধারণ করে৷ পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা, শিক্ষক, বিভিন্ন পেশা-শ্রেণির সকলে যোগদান করে এই আন্দোলনে। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে এটি সরকার পতনের এক উজ্জল দৃষ্টান্তে পরিণত হয়।
    ৫ আগস্ট ২০২৫, শিক্ষার্থীদের গণ-আন্দোলনের সম্মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া একটি লড়াই সরকার পতনের মহান বিপ্লবে পরিণত হয়৷ বিপ্লব যদিও স্বাধীনতা আনে তবুও এর পিছনে বলিদান থাকে শত শত মানুষের তাজা রক্তের। ৫ আগস্ট এর বিজয়ও তার উর্ধে নয়৷ স্বাধীনতা এসেছে নিশ্চয়ই তবে রক্ত গেছে অবুঝ শিশু, তরুণ প্রাণ এবং বিভিন্ন শ্রেণির মানুষের। বাংলাদেশ লাভ করে নতুন সম্ভাবনা।
    এই দিনের পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে আশার বীজ। আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা রাজনীতিতে অংশগ্রহণ শুরু করে। বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে বিতর্ক, মতবিনিময়, সচেতনতা। সমাজে নতুন করে জন্ম নেয় ‘দায়িত্ববান নাগরিক’ হবার বোধ।
    একটি বিপ্লব যেমন রাষ্ট্রব্যবস্থাকে চাপে ফেলে, তেমনই মানুষের চিন্তার কাঠামোকেও পাল্টায়—সেটাই ঘটেছে ৫ আগস্টের পর।
    ৫ই আগস্ট যেন বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তরুণ প্রজন্মের মাঝে রাজনৈতিক সচেতনতা পরিলক্ষিত হচ্ছে। তরুণ সমাজ রাজনীতির প্রতি আগ্রহী হচ্ছে এবং রাজনীতি করছে। তৈরি হয়েছে তরুণ নেতৃত্বের সম্ভাবনা। যদিও আমাদের মতপ্রকাশের স্বাধীনতা উন্মোচিত হয়েছে তবুও মতপ্রকাশের স্বাধীনতা পরিপূর্ণরুপে স্থাপিত হলে সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, শিক্ষা—সব ক্ষেত্রেই সৃজনশীল জোয়ার আসতে পারে। সচেতন সমাজ এবং নাগরিক তৈরির পথে এর ভূমিকা এগিয়ে চলেছে।
    ৫ আগস্ট আমাদের শিক্ষা দিয়েছে গণতন্ত্র কেবল কাগজে নয়—তা রক্ষা করতে হয় রাজপথে দাঁড়িয়ে, ঝড় সহ্য করে, স্লোগান তুলে। বাংলাদেশের তরুণ প্রজন্ম শিখেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়, অন্যায়ের চোখে আঙুল দিয়ে দেখাতে হয়। আমরা ফিরে পেয়েছি মতপ্রকাশের স্বাধীনতা।
    এই নতুন স্বাধীনতা এক মহার্ঘ অর্জন। তাই ৫ আগস্ট যেন শুধু স্মরণীয় না হয়—হোক উদযাপনযোগ্য, ভবিষ্যতের দিশারী।
    লেখক : নুসরাত জাহান (স্মরনীকা),গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
    বিআলো/ইমরান
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031