৬৯ ঘণ্টার অনশনে আমজনতার দলের তারেক, চলছে স্যালাইন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান টানা আমরণ অনশনে বসেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত তাঁর অনশন ৬৯ ঘণ্টা অতিক্রম করেছে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় এখন পর্যন্ত চারটি স্যালাইন পুশ করা হয়েছে।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে হাতে “৬৯ ঘণ্টার অনশন” লেখা কার্ড নিয়ে বসে আছেন তারেক। টানা তিন দিন একই পোশাকে রয়েছেন তিনি। অনশনস্থলে প্রতিদিনই আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সাধারণ মানুষ। অনেকে খোঁজ নিচ্ছেন, কেউ আবার প্রয়োজনীয় কিছু লাগবে কি না জানতে চাইছেন।
তারেক রহমান গণমাধ্যমকে বলেন, “৬৯ ঘণ্টা ধরে এক ফোঁটা পানিও খাইনি। এখন শরীরে স্যালাইন নিতে হচ্ছে। দেখি কতক্ষণ থাকতে পারি।”
বৃহস্পতিবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসে তাঁর সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “তারেক দেশের স্বার্থে কথা বলেছেন, কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন।”
এর আগে মঙ্গলবার থেকে অনশন শুরু করেন তারেক। এরপর গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতারা সেখানে গিয়ে সমর্থন জানান এবং আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবি তোলেন।
বিআলো/শিলি



