৭০ বছর আগের পানির লাইনে বিপর্যয়, কেপিএম এমডির উদ্যোগে শুরু মেরামত
আব্দুল হাই খোকন, রাঙ্গামাটি: এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল (কেপিএম)-এর প্রায় ৭০ বছরের পুরনো পানির লাইনে দীর্ঘদিনের অবহেলা ও লিকেজের কারণে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে। কাপ্তাই সড়কের বারঘোনিয়া ফরেস্ট চেকপোস্ট সংলগ্ন বড়ইছড়ি পাম্পহাউজ এলাকা দিয়ে অতিক্রান্ত এই লাইনে একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে।
পানির এই লাইন কেপিএমের কাগজ উৎপাদন কার্যক্রম চালাতে ব্যবহৃত হয়। এছাড়া মিল এলাকার শত শত পরিবার এবং পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় পানি সরবরাহও হয়। তবে দীর্ঘদিনের লিকেজের কারণে বিপুল পরিমাণ পানি অপচয় হচ্ছিল। অতিরিক্ত পানির চাপ মাটির নিচে সুড়ঙ্গ সৃষ্টি করেছে, পাথর ফেটে গেছে এবং এলাকায় বড় ধরনের ভাঙ্গনের ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে কাপ্তাই সড়কও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, লিকেজের কারণে আশেপাশের জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে একটি মাদ্রাসা ভবনের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে, এবং পানির অতিরিক্ত প্রবাহের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে একাধিকবার অস্থায়ীভাবে মেরামত করা হলেও চারবারের বেশি লাইন ফেটে গিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
দীর্ঘদিনের জনদুর্ভোগ ও সম্ভাব্য বড় ক্ষতির বিষয়টি বিবেচনা করে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহিদ উল্ল্যাহ সরাসরি উদ্যোগ নিয়েছেন। ঝুঁকিপূর্ণ স্থানে গভীর খননের মাধ্যমে পুরনো পাইপলাইন উন্মুক্ত করে দক্ষ কারিগরি কর্মীদের মাধ্যমে মেরামতের কাজ শুরু হয়েছে।
কেপিএম কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ সম্পন্ন হলে পানির অপচয় বন্ধ হবে, ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং মিলের উৎপাদন কার্যক্রম ও আবাসিক পানি সরবরাহ স্বাভাবিক হবে। এদিকে, এলাকাবাসী ও মিলের শ্রমিকরা এমডির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য দাবি জানিয়েছেন।
বিআলো/তুরাগ



