• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৭৭ বছরে রাজা চার্লস: ক্যান্সার চিকিৎসার মধ্যেও ব্যস্ত রাজদায়িত্বে 

     dailybangla 
    15th Nov 2025 2:25 pm  |  অনলাইন সংস্করণ

    বৃষ্টির দিনে ট্রেন ডিপো উদ্বোধন, ঐতিহাসিক ক্যাসেল সফর—জন্মদিনেও থামেননি ব্রিটিশ সম্রাট

    নিজস্ব প্রতিবেদক: ব্রিটেনের সম্রাট তৃতীয় চার্লস শুক্রবার ৭৭ বছরে পা রেখেছেন। ক্যান্সার চিকিৎসা চলমান থাকা সত্ত্বেও জন্মদিনে পূর্ণ ব্যস্ততার মধ্যেই দিন কাটিয়েছেন তিনি। যেন এখনো রাজকীয় দায়িত্ব পালনে তিনি অটল। লন্ডন থেকে এ খবর জানিয়েছে এএফপি।

    লন্ডনে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে দিনটি উদযাপিত হয় রাজকীয় তোপধ্বনির মাধ্যমে। একইদিনে বৃষ্টির মধ্যেই দক্ষিণ ওয়েলসে একটি ট্রেন ডিপোর উদ্বোধন করেন তিনি।

    এরপর রানি ক্যামিলাকে সঙ্গে নিয়ে অংশ নেন সাইফার্থফা ক্যাসেলের ২০০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। ওয়েলসের ঐতিহাসিক এই দুর্গকে অঞ্চলটির “অমূল্য রত্ন” হিসেবে ধরা হয়।

    ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজা চার্লস অজ্ঞাত ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। তবে চিকিৎসার মাঝেও তিনি রাজদায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখেননি।
    তিনি লন্ডনের একটি ক্যান্সার হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার “মানসিক আঘাত” সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।

    গত সেপ্টেম্বরে উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরেও রাজকীয় দায়িত্ব পালনে সক্রিয় ছিলেন তিনি।

    যদিও তার বেশিরভাগ কর্মসূচি যুক্তরাজ্যের ভেতরে, তবুও সাম্প্রতিক মাসগুলোতে কিছু বিদেশ সফরেও অংশ নিয়েছেন চার্লস। গত মাসে তিনি ও রানি ক্যামিলা ভ্যাটিকান সফর করেন। সেখানে পোপ লিও চতুর্দশের সঙ্গে ঐতিহাসিক যৌথ প্রার্থনায় অংশ নেন তারা।

    রাজপরিবার বিষয়ক লেখক রবার্ট জবসন বলেন, রাজা চার্লসের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খুব কমই জানা যায়।
    তার ভাষ্য, তারা শুধু বলছে তিনি ক্যান্সার নিয়ে বেঁচে আছেন। এর মানে এই নয় যে তিনি রোগমুক্ত হয়েছেন। তবে তিনি দারুণ কাজ করছেন।

    চার্লসকে ‘কাজপাগল’ বলেও উল্লেখ করেন তিনি। চিকিৎসার পর থেকে চার্লস কিছু অভ্যাস বদলাতে বাধ্য হয়েছেন—আজীবন দুপুরে খাবার না খাওয়ার অভ্যাস বদলে এখন নিয়মিত মধ্যাহ্নভোজ করছেন।

    ভ্যাটিকান সফরে বিবিসিকে দেওয়া মন্তব্যে রানি ক্যামিলা বলেন, চার্লস কাজ ভালোবাসেন। এটাই তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। অসুস্থতার পর তিনি এখন আরও বেশি কাজ করতে চান—এটাই আসল সমস্যা।

    রাজ দায়িত্বে ফিরতে চার্লসের সমস্যা না হলেও রাজপরিবারের অভ্যন্তরীণ সংকট তাকে চাপে রেখেছে। ছোট ছেলে প্রিন্স হ্যারির সঙ্গে বিরোধ চলমানই আছে। এর পাশাপাশি গত মাসে তিনি তার ভাই প্রিন্স অ্যান্ড্রুর প্রিন্স উপাধি বাতিল করেন। যুক্তরাষ্ট্রে দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–এর সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
    একই সঙ্গে অ্যান্ড্রুকে জানানো হয়, তিনি আর উইন্ডসরের রাজপ্রাসাদে থাকতে পারবেন না।

    চার্লস চিকিৎসা চালিয়ে যাওয়ায় রাজদায়িত্বে বড় ভূমিকা নিতে শুরু করেছেন উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। এ মাসে তিনি প্রথমবারের মতো ব্রাজিল সফর করেন। পরিবেশ রক্ষায় উদ্ভাবনী প্রকল্পকে পুরস্কৃত করতে তিনি প্রদান করেন বার্ষিক আর্থশট পুরস্কার—যেখানে পাঁচটি প্রকল্পকে দেওয়া হয় ১০ লাখ পাউন্ড।

    উইলিয়াম বলেছেন, তিনি স্ত্রী ক্যাথরিন ও সন্তানদের সময় দিতে চান। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে স্বীকার করেন,
    আমার কর্মসূচি পরিবর্তন হয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031