৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরণ সভা
ভবিষ্যৎ প্রশাসক তৈরিতে এলজিইডি চাঁদপুরের দিকনির্দেশনা
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (সাভার) আয়োজিত ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠসমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির। তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করে দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় চাঁদপুর জেলার ইতিহাস, জেলা এলজিইডির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের চাঁদপুরের দর্শনীয় স্থান সম্পর্কেও অবহিত করা হয়। নির্বাহী প্রকৌশলী তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বাস্তবমুখী ধারণা অর্জনের আহ্বান জানান। এ সময় এলজিইডি চাঁদপুরের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসান, সহকারী প্রকৌশলী-১ (সিভিল) মো. তাহসিনুল হোসেন মুকুল, সহকারী প্রকৌশলী প্রত্যাশা চাকমা এবং উপ-সহকারী প্রকৌশলী সজীব হোসেন।
বিআলো/তুরাগ