• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘৭ কিলো ১ গ্রাম’— মোশাররফ করিমের অভিনয়ে শামস করিমের নতুন গ্রামীণ নাটক শুরু 

     dailybangla 
    09th Sep 2025 4:02 am  |  অনলাইন সংস্করণ

    পরাণপুরের মানুষের হাসি, কান্না ও দ্বন্দ্বে ভরা গল্প

    বিনোদন প্রতিবেদক: শামস করিমের নতুন ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’ শুরু হয়েছে এনটিভিতে। নাটকটি ৭ কিলোমিটার আয়তনের একটি গ্রামের মানুষদের জীবন-জীবিকা, সমাজ ও সংস্কারের গল্পকে কেন্দ্র করে নির্মিত।

    একদা ‘পরাণপুর’ নামে পরিচিত গ্রামটি এখন ‘পেইনপুর’ নামে পরিচিত। গ্রামে ছোটখাটো সমস্যাও বড় গোলযোগের জন্ম দেয়।

    গল্পে মোড় আসে, যখন বৃদ্ধা আয়নাল বিবির হারানো সন্তান সুরুজ ৩০ বছর পর গ্রামে ফিরে আসে। এই খবরে গ্রামের তিনটি পরিবারের মধ্যে উদ্ভূত হয় উত্তেজনা। তারা দীর্ঘদিন ধরে বৃদ্ধাকে তার ভিটিঘর ও সম্পত্তির লোভে দেখাশোনা করলেও, সুরুজের প্রত্যাবর্তন তাদের কৌতূহল ও দুশ্চিন্তা উভয়ই বাড়িয়ে দেয়।

    নাটকটি জুয়েল এলিন রচনা এবং শামস করিম পরিচালিত। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, শরীফ হোসেন ইমন, ঝুনা চৌধুরী, শফিক খান দিলু, ম আ সালাম, পঙ্কজ মজুমদার, প্রমুখ।

    নাটকের প্রসঙ্গে শামস করিম বলেন, “‘৭ কিলো ১ গ্রাম’ গ্রামীণ জীবন ও সমাজের বাস্তবতা তুলে ধরেছে। নাটকটি হাস্যরসাত্মক হলেও, দর্শক প্রতি মুহূর্তে নাটকীয়তায় আকৃষ্ট হবে। আশা করি, এটি দর্শকের ভালো লাগবে।”

    নাট্যকার জুয়েল এলিন যোগ করেন, “নাটকটিতে জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ, প্রেম-বিরহ, আত্মীয়তা-শত্রুতা, সামাজিক অবক্ষয় ও প্রতিকার—সবই দেখানো হয়েছে। দর্শক তার জীবনের কিছু না কিছু ছায়া এখানে খুঁজে পাবে।”

    নাটকটি সম্প্রচারিত হচ্ছে প্রতি সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯:৩০ মিনিটে।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930