৭.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত অন্তত ৩০
dailybangla
09th Dec 2025 5:09 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলের হনশু উপকূলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং দুই হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আওমোরির উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে, সাগরের তলদেশে ৫০ কিলোমিটার গভীরে।
প্রথমে সুনামি সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবে বিশেষজ্ঞরা আরও ভূমিকম্পের আশঙ্কা করেছেন।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে নিরাপত্তার কারণে প্রায় ৭০ হাজার মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিআলো/শিলি



