• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৮ম বর্ষে পদার্পণ করলো বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম 

     dailybangla 
    03rd Sep 2025 3:09 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ—এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম (Bdsomachar24.com)।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধিত এই অনলাইন নিউজ পোর্টালটি দীর্ঘ সাত বছরের সফল পথচলা শেষে অষ্টম বর্ষে পদার্পণ করেছে।

    প্রতিষ্ঠার পর থেকেই বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি পাঠকচাহিদা অনুযায়ী বিভিন্ন সময় বিশেষ আয়োজন, ফিচার ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে।

    বিডি সমাচারের অগ্রযাত্রায় সর্বাধিক অবদান রেখেছেন দেশের ও প্রবাসের পাঠকরা। তাদের নিয়মিত পাঠ, মতামত ও ভালোবাসা এই নিউজ পোর্টালের অনুপ্রেরণা। পাশাপাশি নিবেদিতপ্রাণ সংবাদকর্মী, কলাকুশলী, লেখক ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক সহযোগিতা প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করেছে।

    অষ্টম বর্ষে পদার্পণের এ শুভক্ষণে বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম ভবিষ্যতের জন্য নতুন অঙ্গীকার ঘোষণা করেছে। সত্য, ন্যায় ও স্বচ্ছতার ভিত্তিতে সংবাদ পরিবেশন অব্যাহত রাখার পাশাপাশি দেশের উন্নয়ন, গণমানুষের অধিকার এবং সমাজ পরিবর্তনের পক্ষে সবসময় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

    বিডি সমাচারের সম্পাদকমণ্ডলী এক বিবৃতিতে বলেন, “এই দীর্ঘ পথচলায় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীদের নিরলস সহযোগিতা আমাদের শক্তি। তাদের ভালোবাসা ও আস্থা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে অবিচল থাকব।”

    তাদের অব্যাহত সহযোগিতা, ভালোবাসা ও অনুপ্রেরণায় আজকের এ অর্জন সম্ভব হয়েছে। বিডি সমাচারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930