৮ বিভাগে ঝড়-বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজস্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আজ রোববার (৩১ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে শনিবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
৩১ আগস্ট (রোববার): আট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি, কোথাও ভারী বর্ষণ।
১ সেপ্টেম্বর (সোমবার): ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ স্থানে বৃষ্টি, তাপমাত্রা সামান্য কমতে পারে।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার): রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত।
৩ সেপ্টেম্বর (বুধবার): দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা।
তাপমাত্রার নিয়ে বলা হয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও সামগ্রিকভাবে স্থিতিশীল থাকবে।
বিআলো/শিলি