• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৯১৮ কোটি টাকা আত্মসাত: এস আলমের ছেলেসহ আসামি ৫২ জন 

     dailybangla 
    28th Jan 2025 11:09 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) ছেলে আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

    মামলায় আসামিদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার ৮২৭ কোটি ৪২ লাখ টাকা, মুনাফাসহ যার মোট ৯১৮ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে তহবিলের আসল উৎস গোপন করা এবং তা স্থানান্তর ও রূপান্তর করে অর্থপাচারের অভিযোগও আনা হয়েছে।

    মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, অসদাচরণ ও জালিয়াতির মাধ্যমে তারা ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে অর্থ আত্মসাৎ করে বিনিয়োগের উৎস ও প্রকৃতি গোপন করে অর্থপাচার করেছে।

    মামলার আসামিরা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম চৌধুরী, সেঞ্চুরি ফুডের মোহাম্মদ হাসানুজ্জামান, ব্যাংকটির সাবেক পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন, ব্যাংকের সাবেক নমিনি পরিচালক সৈয়দ আবু আসাদ, ব্যাংকের সাবেক সদস্য ও ভাইস চেয়ারম্যান তানভীর আহমদ, ব্যাংকের সাবেক সদস্য মো. কামরুল হাসান, ব্যাংকের সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ সালেহ জহুর, ব্যাংকের সাবেক পরিচালক অধ্যাপক নাজমুল হাসান, সাবেক পরিচালক মো. ফসিউল আলম, ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আবু সাইদ মোহাম্মদ কাশেম, সাবেক পরিচালক ও সদস্য জামাল মোস্তফা চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম, সাবেক ডিএমডি তাহের আহমেদ চৌধুরী, ডিএমডি হাসনে আলম, ডিএমডি মো. আবদুল জব্বার, এসইভিপি মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি এ এ এম হাবিবুর রহমান, এসইভিপি মোহাম্মদ সাঈদ উল্লাহ (২০), এএমডি ওমর ফারুক খান, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, সাবেক ডিএমডি (সিআরও) মোহাম্মদ আলী, সাবেক ডিএমডি (সিএইচআরও) মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সাবেক এসইভিপি ও বর্তমানে এএমডি আলতাফ হোসেন, সাবেক ডিএমডি মোহাম্মদ সাব্বির, এসইভিপি জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, সাবেক ডিএমডি মিফতাহ উদ্দিন, সাবেক ডিএমডি আবুল ফাইয়াজ মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক এসইভিপি মোহাম্মদ উল্লাহ, সাবেক এসইভিপি ও বর্তমানে উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দিন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (চুক্তিভিত্তিক) কাজী মো. রেজাউল করিম, ভিপি ও সাবেক শাখাপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম।

    মামলায় আরও আসামি করা হয়েছে ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো. মনজুর হাসান, ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখাপ্রধান মুহাম্মদ সিরাজুল কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএভিপি, করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন (সিআইডি-১) মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী, দুলারি এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. ছাদেকুর রহমান, মুছা এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. মুছা চৌধুরী, এম এম করপোরেশনের প্রোপাইটর মোহাম্মদ রফিক, অ্যাপার্চার ট্রেডিং হাউসের প্রোপাইটর এস এম নেছার উল্লাহ, ফেমাস ট্রেডিং করপোরেশনের আরশাদুর রহমান চৌধুরী, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম, একই প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মাদ আবদুস সবুর, আনছার এন্টারপ্রাইজের প্রোপাইটর আনছারুল আলম চৌধুরী, রেইনবো করপোরেশনের প্রোপাইটর রায়হান মাহমুদ চৌধুরী, কোস্টলাইন ট্রেডিং হাউসের প্রোপাইটর এরশাদ উদ্দিন, গ্রিন এক্সপোজ ট্রেডার্সের প্রোপাইটর এম এ মোনায়েম, ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মো. গোলাম কিবরিয়া চৌধুরী এবং সোনালি ট্রেডার্সের প্রোপাইটর সহিদুল আলম।

    এর আগে একই ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে আহসানুল আলমের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের হাজারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে আহসানুল আলমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মামলা করে দুদক।

    গত ৯ জানুয়ারি ইসলামী ব্যাংকের ৯৯৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করে দুদক। এ মামলায় আহসানুল আলমসহ ৫৪ জনকে আসামি করা হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031