• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৯১ সালে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল জামায়াত: প্রচার বিভাগ 

     dailybangla 
    19th Jan 2025 11:29 pm  |  অনলাইন সংস্করণ

    জ্যেষ্ঠ প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী ১৮টি আসনে জয় লাভ করে বিএনপিকে সরকার গঠনে নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। তার পরে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে ১৭টি আসনে জয় লাভ করে বিএনপির সঙ্গে সরকার গঠন করে।’

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান এ কথা বলেন।

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ‘জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারা স্বাধীনতা যুদ্ধে এ দেশের মাবোনদের খুন ও সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিল’ মর্মে গত ১৮ জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তিনি।

    আকন্দ বলেন, তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপি নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম যে বক্তব্য দিয়েছেন, তা তার নিজস্ব মনগড়া। তিনি জামায়াতে ইসলামী ও এই দলের নেতাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা এ দেশের কোনও আদালতে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি।

    তিনি আরও বলেন, ১৯৭৯ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১৯৮৮ সালের মার্চের, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির একতরফা পাতানো নির্বাচন ছাড়া বাকি সব জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছিল এবং উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় লাভ করেছিল। জামায়াতের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী ১৮টি আসনে জয় লাভ করে বিএনপিকে সরকার গঠনে নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল।

    বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে ১৭টি আসনে জয় লাভ করে বিএনপির সঙ্গে সরকার গঠন করে। সেই সরকারে জামায়াতে ইসলামীর ২ জন মন্ত্রী ছিলেন। জামায়াতে ইসলামী দেশ, দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে।

    নিজের মর্যাদার কথা চিন্তা করেই জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের প্রতি আহ্বান জানাচ্ছি’, বলেন জামায়াত নেতা আকন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930