• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন দ্রুত চালুর দাবিতে ‘নোবিবাস’ এর ৬ষ্ট বারের মতো স্মারকলিপি প্রদান 

     dailybangla 
    24th Sep 2024 7:45 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন দ্রুত চালুর দাবিতে অন্তবর্তী কালীন সরকারের উপদেষ্টা, রেল মন্ত্রনালয়ের মাননীয় সচিব আবদুল বাকী এবং রেলওয়ের মাননীয় মহাপরিচালক সরদার শাহাদাত আলী’র সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

    আজ ২৪ (সেপ্টেম্বর মঙ্গলবার) বৈঠকে, বৃহত্তর নোয়াখালী জেলার কমিউনিটি আন্দোলনের সংগঠন ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি’ (নোবিবাস) ৬ষ্ট বারের মতো তাদের স্মারকলিপি প্রদান করেন।

    সুত্র জানায়, ১৯৮৬ সালে ঢাকা-নোয়াখালী রেলপথে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে কয়েক বছর যাত্রী সেবা ভালো থাকলেও ১৯৯০ সালের পর থেকে শুরু হয় চরম ভোগান্তি। অচল টয়লেট, ভাঙাচুরা বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে ধুঁকে ধুঁকে চলে আন্তঃনগর উপকূল এক্সপ্রেসটি। দীর্ঘ ৪০ বছর পেরিয়ে গেলেও নোয়াখালীতে সংযোজন হয়নি আর নতুন কোন ট্রেন। ২০১৬ সাল থেকে নোয়াখালীর বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে দাবি ওঠে নিঝুম দ্বীপ এক্সপ্রেস নামে নোয়াখালীতে নতুন দুইটি আন্তঃনগর ট্রেন সংযোজনের।

    অবশেষে, নোয়াখালীর ৪০ লক্ষ মানুষের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ নভেম্বর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে ঢাকা-নোয়াখালী রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালুর অনুমোদন দেন। কিন্তু এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় আলোর মুখ দেখেনি ট্রেনটি।

    নোয়াখালীর ৪০ লক্ষ মানুষের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ নভেম্বর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে ঢাকা-নোয়াখালী রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালুর অনুমোদন দেন। কিন্তু এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় আলোর মুখ দেখেনি ট্রেনটি।

    স্মারকলিপি ও বেঠকের নেতৃত্ব দেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্নয় কমিটির সাধারণ সম্পাদক এম, এইচ রহমান ফুয়াদ, এই সময়, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুর রহমান রাসেল, সাজ্জাদুল ইসলাম, দপ্তর সম্পাদক, গিয়াস উদ্দিন হৃদয় – অর্থ সম্পাদক, নজরুল ইসলাম ফয়সাল – সহ সাংগঠনিক সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক , আবদুল হান্নান মাসুদ ভাই, আফসার উদ্দিন, রফিকুল ইসলাম প্রিন্স,রাফি আহমেদ, মেহেদী হাসান সীমান্ত, ইখতিয়ার হোসেন প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930