খানাখন্দে ভরা সোনারগাঁয়ের উপজেলা সড়ক
সামির সরকার সবুজ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সড়ক জুড়ে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। রয়েছে অসংখ্য খানাখন্দ। বিশেষ করে বৃষ্টির দিনে একেকটা খানাখন্দ ছোট-বড় পুকুরে পরিণত হয়। সব মিলিয়ে বেহাল হয়ে পড়েছে এই সড়কটি। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে এই সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের। বিশেষ করে গত কয়েকদিন ধরে এই সড়কটি একেবারেই যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। তবে এ নিয়ে কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই।
সরেজমিনে দেখা গেছে, মোগরাপাড়া চৌরাস্তা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কের বিভিন্ন স্থানে পিচ, পাথর ও খোয়া উঠে গেছে। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা সড়ক দিয়ে বড় বড় কোম্পানির ভারি যানবাহন চলার ফলে সৃষ্ট গর্তের আকারও হচ্ছে বিশাল বড়। সেই সঙ্গে ধীরগতিতে যানবাহন চালাতে হচ্ছে। কাদামাটির গর্তে প্রায়ই যানবাহনের চাকা আটকা পড়ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁ উপজেলার সবচেয়ে ব্যস্ততম ও প্রধান সড়ক হিসেবে ব্যবহার হতো এই সড়কটি। উপজেলা সড়কে অবস্থিত উপজেলা পরিষদ, সোনারগাঁ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য সরকারি বিভিন্ন অফিস, উপজেলায় যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম ছিল এই সড়কটি। এরপর দীর্ঘ কয়েক যুগেও সড়কটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি। এছাড়া বৃষ্টি হলে তো আর রক্ষা নেই। বড় বড় গর্তগুলো একেকটা পুকুরে পরিণত হয়ে যায়। প্রায় সময়ই এ সড়কে উল্টে যায় যানবাহন। একেকটা বিশাল গর্ত যেন মৃত্যুফাঁদ হিসেবে দেখা দেয়।
সেইসঙ্গে দুর্ঘটনায় হরহামেশাই আহত হন এ পথে চলাচলকারী মানুষজন। প্রায় সময় এখানে নষ্ট হয়ে যায় যানবাহন। মাঝ সড়কে বিকল হয়ে যাওয়া যানবাহন যেন ভোগান্তি ও যানজট বৃদ্ধি করে বহুগুণ।
বিআলো/তুরাগ