• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
     dailybangla 
    02nd Nov 2024 3:03 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: রিপাবলিকান দলের সমর্থকদের ‘আবর্জনা’ বলায় বেশ সমালোচনার মুখেও পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-কমলা শিবির। এবার বাইডেনের এ কটূক্তির জবাব দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) উইসকনসিনের একটি বিমানবন্দরে ‘নিজের নাম’ লেখা ব্যক্তিগত বোয়িং ৭৫৭ বিমান থেকে নামেন ট্রাম্প। এরপর তিনি বৃষ্টিভেজা রানওয়ে পার হয়ে সোজা একটি ময়লার গাড়িতে (গার্বেজ ট্রাক) গিয়ে ওঠেন।

    ট্রাম্প যে ময়লার গাড়িটিতে উঠে বসেন তাতে বড় করে খোদাই করে লেখা ছিল ‘ট্রাম্প’; ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। আর এ সময় ট্রাম্পের পরনে ছিল একটি কমলা-হলুদ রঙের সেফটি ভেস্ট, সাদা শার্ট এবং লাল টাই।

    অনেকটা ব্যঙ্গ করে কমলা হ্যারিসের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমার এই ময়লার ট্রাকটি কেমন লাগছে? এক্সের এই পোস্ট শেয়ার করেছেন খোদ এক্সের সিইও ইলন মাস্ক। ক্যাপশনে তিনি লিখেছেন, জিনিয়াস লেভেল ট্রলিং।

    সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তার সমর্থক ও কৌতুকশিল্পী টনি হিঞ্চক্লিফের এক মন্তব্য থেকেই এই ‘আবর্জনা’ ইস্যুর সূত্রপাত। টনি পুয়ের্তো রিকো দ্বীপকে ‘ভাসমান আবর্জনার দ্বীপ’ বলে আখ্যা দেন। তার এই কথার প্রেক্ষিতে বাইডেন পাল্টা আক্রমণ করে বলেন, আমি যে একমাত্র ভাসমান ময়লা দেখি, তা হলো ট্রাম্পের সমর্থকরা।

    প্রেসিডেন্ট বাইডেন পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে চেষ্টা করে বলেন, তিনি আসলে ল্যাটিনো সম্প্রদায়ের প্রতি ট্রাম্পের বিদ্বেষপূর্ণ অবস্থানের সমালোচনা করেছিলেন। তবে ততক্ষণে দেরি হয়ে যায়। শুধুমাত্র ট্রাম্প শিবির না, ডেমোক্র্যাট শিবিরেও এ নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনা। তবে কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফের সে বক্তব্য নিয়ে আর কথা বাড়াননি ট্রাম্প। ওই মন্তব্যের নিন্দা জানাননি, আবার এর জন্য ক্ষমাও চাননি।

    যুক্তরাষ্ট্রে চার দিন পর ভোট হলেও আগাম ভোট গ্রহণ আগেই শুরু হয়েছে। এরই মধ্যে ৫ কোটি ৭০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন, যা সংখ্যায় ২০২০ সালের মোট ভোটের এক-তৃতীয়াংশের বেশি।

    প্রসঙ্গত, ২০১৬ সালের নির্বাচন–সংশ্লিষ্ট ৩৪টি অভিযোগের সম্মুখীন ট্রাম্প হারলে আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031