ডাঃ শাহিন জোদ্দারের হামলাকারিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল ফরিদপুর
এস, এম আকাশ, ফরিদপুর: বৃহত্তর ফরিদপুরের সুনামধন্য চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাঃ শাহিন জোদ্দার এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল ফরিদপুর জেলা।
এঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল থেকে এখন পর্যন্ত দফায় দফায় শহরজুড়ে চলছে বিক্ষোভ ও মানববন্ধন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় জরিত ৩ জনকে গ্রেপ্তার করেছি বাকিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেস্টা চলছে।
মঙ্গলবার ঘটনার পর থেকেই হামলাকারী সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠে হাসপাতাল প্রাঙ্গণ। অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা অতর্কিত হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করেন।
জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহিন জোদ্দার হাসপাতালটির ট্রমা সেন্টার থেকে নিচে নামছিলেন। এ সময় জেড এম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের মোত্তাকিম নামে এক শিক্ষার্থী ডাঃ শাহিন জোদ্দারকে ধাক্কা দেন। এঘটনায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
অতঃপর, মুত্তাকিম হাসপাতাল থেকে বেড়িয়ে সন্ত্রাসীদের নিয়ে হাসপাতালে এসে ডাঃ শাহিন জোদ্দারকে মারধর করেন। এ সময় ডাঃ শাহিনের দুটি দাঁত ভেঙে যায়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিআলো/তুরাগ