চাঁদাবাজিই এখন দেশের সবচেয়ে বড় ফেতনা: ফজলুর রহমান সাঈদ
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাঈদ বলেছেন, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা হচ্ছে চাঁদাবাজি। সমাজের সর্বস্তরে একটি মহল প্রতিনিয়ত চাঁদাবাজির সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা জামায়াতের যুব ও ওলামা বিভাগের সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত দল। এই দলের নেতাকর্মীরা কেউ মাদক, চাঁদাবাজি, দখলদারি বা টেন্ডারবাজির সঙ্গে জড়িত নয়।”
ফজলুর রহমান আরও বলেন, ইসলাম শুধুমাত্র মসজিদের ভেতরে সীমাবদ্ধ নয়; বরং সমাজের সর্বস্তরে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের বিধান ছাড়া অন্য কোনো মনুষ্যপ্রণীত আইন গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগের পাপের ভার পূর্ণ হওয়ায় তাদের দলবলসহ পালিয়ে যেতে হয়েছে। ভারতের নির্দেশে জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বহু আলেম-ওলামাকে হত্যা ও গুম করা হয়েছে।”
তিনি অভিযোগ করেন, সরকার ইসলামকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরও দমন-পীড়ন চালিয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, এস এম রাশেদুল আলম সবুজ, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা আমির শফিউল হাসান দিপু, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভাপতিত্ব করেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।
বিআলো/সবুজ