• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্থায়ী বাঁধ প্রকল্প বাস্তবায়ন ও সেনাবাহিনীর মাধ্যমে নির্মাণের দাবী পরশুরামের সাধারণ মানুষের 

     dailybangla 
    15th Jul 2025 11:09 pm  |  অনলাইন সংস্করণ

    আজমির মিশু,ফেনীঃ মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ফেনীর পরশুরামে ৫৫টি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ মানববন্ধন করেছে। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণসহ ৫ দফা দাবি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা।

    মঙ্গলবার(১৫ জুলাই)  সকালে উপজেলা গেইটের সামনে পরশুরামের সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ও সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ইমাম হোসেন সজীবের সভাপতিত্বে মানববন্ধনে বন্যায় ক্ষতিগ্রস্তরাসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

    সম্প্রতি মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙ্গনে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৩১টি স্থানের বেড়িবাঁধ ভেঙ্গে যায়। বন্যার পানিতে ৩০ টিরও বেশি গ্রাম প্লাবিত হয় ও লক্ষাধিক মানুষ পানিপন্দি হয়ে পড়ে। ২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুসে ওঠে মানুষ।

    মানববন্ধনে বক্তারা- ফেনী জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলীকে অপসারণ ও শাস্তি প্রদান,স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প একনেকে পাশ করে বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান, প্রতিমাসে ফেনী পাউবো প্রকাশ্যে গণশুনানির মাধ্যমে জনগনকে বাঁধ নির্মাণ ও সংরক্ষণের তথ্য জানানো, বন্যার জন্য দায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনা ও নতুন টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি বাঁধ সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

    মানববন্ধনে বক্তব্য রাখেন – পশ্চিম অলকায় মূহুরী নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে ঘর হারা মাসুম চৌধুরী, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান,  স্বেচ্ছাসেবী সংগঠক শাসুল আলম শাকিল, মো মোস্তফা, কাজী ইউছুফ বাপ্পি, হাকিম আলী জয়, চৌধুরী রাকিব, এনামুল করিম আজাদ, মাওলানা মোহাম্মদ আবু তাহের ভূঁঞা, মো নাঈম,মো ইউনুছ, শাহিদুল আফসার,আবদুল কাদের,আবু হানিফ হেলাল প্রমুখ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031