• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রিয়া অনন্যা-লিটনের রোমান্টিক রসায়ন নিয়ে আলোচনায় ‘রঙ্গিলা কইতর’ 

     dailybangla 
    19th Sep 2025 6:06 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন প্রতিবেদক: শোবিজ অঙ্গনের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা আবারও আলোচনায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন মিউজিক ভিডিও ‘রঙ্গিলা কইতর’। গানটি মুক্তি পেয়েছে ফ্ল্যাশ মিউজিক ইউটিউব চ্যানেলে, যা ইতিমধ্যেই সাড়া ফেলতে শুরু করেছে দর্শকমহলে।

    গানের সুর ও সংগীত

    ‘রঙ্গিলা কইতর’ গানের কথা ও সুর করেছেন রনক রায়হান। গানটির সংগীতায়োজন করেছেন এন এ ফরহাদ। কণ্ঠ দিয়েছেন দুই কণ্ঠশিল্পী—আকাশ মাহমুদ ও শাহনাজ রহমান স্বীকৃতি। কণ্ঠ ও সুরের সমন্বয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর রোমান্টিক একটি গান, যা দর্শক-শ্রোতাদের আবেগ ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

    ভিডিওর অভিনয় ও নির্মাণ

    মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আমিনুর ইসলাম লিটন। ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান এবং কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেল্লাল। পুরো ভিডিওতে চমৎকার নাচ, মনোমুগ্ধকর লোকেশন ও আকর্ষণীয় রোমান্টিক রসায়ন দর্শকদের মুগ্ধ করবে।

    প্রিয়া অনন্যার অভিজ্ঞতা

    গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়া অনন্যা বলেন—“‘রঙ্গিলা কইতর’ একটি অসাধারণ রোমান্টিক গান। লিটন ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সত্যিই ভালো লেগেছে। দর্শকদের চাহিদা মাথায় রেখে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি, সবাই গান ও ভিডিওটি উপভোগ করবেন।”

    লিটনের মন্তব্য

    অভিনেতা আমিনুর ইসলাম লিটন জানান—“গানের কথাগুলো বেশ সুন্দর, আকাশ মাহমুদ ও স্বীকৃতির কণ্ঠে এটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রিয়া অনন্যার মতো প্রতিভাবান মডেলের সঙ্গে কাজ করাটা আনন্দের ছিল। দর্শকরা গানটি উপভোগ করবেন বলে আমি আশাবাদী।”

    পরিচালকের প্রত্যাশা

    ভিডিও নির্মাতা নাজমুল ইভান বলেন—“‘রঙ্গিলা কইতর’ শুধু একটি গান নয়, এতে আমরা দর্শকদের জন্য চমৎকার একটি ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স তৈরি করেছি। প্রিয়া অনন্যা ও লিটনের রসায়ন ছিল অনবদ্য। গানটির দৃশ্যধারণে আধুনিক দর্শকদের রুচি ও পছন্দকে প্রাধান্য দিয়েছি। আশা করছি, এটি দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্য হবে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930