• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন 

     dailybangla 
    26th Oct 2025 6:05 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি—আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশনটির আধুনিক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় আত্রাই উপজেলাবাসীর ব্যানারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শত শত মানুষ এতে অংশ নেন।

    মানববন্ধনে প্রধান পৃষ্ঠপোষক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই–রাণীনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

    তিনি বলেন, *“আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি আত্রাইবাসীর জন্য যোগাযোগের লাইফলাইন। অথচ দুঃখজনকভাবে স্টেশনটি আজ অবহেলিত। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ না থাকায় হাজারো যাত্রী ভোগান্তিতে পড়ছেন।” তিনি আরও বলেন, *“অবিলম্বে স্টেশনটিতে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ অনুমোদন ও আধুনিক সুযোগ-সুবিধাসহ সংস্কার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দিতে আত্রাইবাসী প্রস্তুত।

    মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদ, ভোঁপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ওবায়দুল্লাহ, দলিল লেখক সৈকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রশিদ ও মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।

    এ সময় স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের দাবি বাস্তবায়নের পক্ষে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আহসানগঞ্জ স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জোর দাবি জানান।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031