• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা-৭: রফিকুল ইসলামের গণসংযোগ, ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ 

     dailybangla 
    05th Nov 2025 12:37 am  |  অনলাইন সংস্করণ

    পুরান ঢাকা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে, স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় রফিকুল ইসলামের

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঢাকা-৭ আসনে গণসংযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে তিনি পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন।

    রফিকুল ইসলাম রাসেল মঙ্গলবার দুপুরে বকসিবাজার আলিয়া মাদ্রাসার মাঠ থেকে গণসংযোগ শুরু করে পুরান ঢাকা ঘুরে মিটফোর্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এটি শেষ করেন। এই সময় তিনি লিফলেট বিতরণে অংশ নেন এবং স্থানীয় জনগণের সুখ-দুঃখ জানার পাশাপাশি এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

    স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে রফিকুল ইসলাম রাসেল বলেন, “পুরান ঢাকার গ্যাস, জলাবদ্ধতা ও সরু রাস্তার মতো সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচিত হলে আমি এলাকাকে মাদকমুক্ত, ব্যবসা-বান্ধব, চাঁদা ও সন্ত্রাসমুক্ত সমাজে রূপান্তরিত করব।”

    তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছি।”

    বিএনপির ঘোষিত ৩১ দফায় রয়েছে সংবিধান সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, দুর্নীতিবিরোধী কার্যক্রম, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নসহ একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031