সাতক্ষীরা-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী শোডাউন ও পথসভা অনুষ্ঠিত
হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় হলদিপোতায় শতাধিক নারীর উপস্থিতিতে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কার সিদ্দিক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আলী হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ–সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক।
বিকাল ৩টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া এলাকা থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শুরু হয় বিশাল শোডাউন। শোডাউনটি হলদিপোতা, খেজুরডাঙ্গা, গাবতলা, কাটাখালী, বৈরমপুর, তেঁতুলিয়া বাজার, টেকারামচন্দ্রপুর, বলাবুনিয়া, শাহনগরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে যদুয়ারডাঙ্গায় গিয়ে শেষ হয়। পথে নারী–পুরুষ, শিশু–বৃদ্ধসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে হাত নেড়ে অভিনন্দন জানান। শ্লোগানে শ্লোগানে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিকাল ৪টায় যদুয়ারডাঙ্গা বাজারে অনুষ্ঠিত হয় নির্বাচনী পথসভা। ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলী হায়দার ও সহ–সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
পথসভায় আরও বক্তব্য দেন— জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ–সভাপতি এবং শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন, প্রভাষক দীপ্র কুমার মণ্ডল, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
বিআলো/ইমরান



