মাগুরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি. মাগুরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার মাগুরা-মহম্মদপুর সড়কের মালিকগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম শহরের স্টেডিয়াম পাড়ার মাহবুবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে মাগুরা-মহম্মদপুর সড়কের সদর উপজেলার মালিকগ্রাম এলাকায় ঘটনাস্থলে পৌঁছালে দ্রæতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যায়। অপর যুবক আহত হয়।
মাগুরা সদর হাসপাতালে কর্মরত পুলিশ আবু বক্কার জানান, স্থানীয়রা যুবক আব্দুর রহিমকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী গ্রাম থেকে শহরের স্টেডিয়ামপাড়ার বাড়িতে আসার পথে মালিকগ্রাম ঘটনাস্থলে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।
প্রসঙ্গত, নিহত আব্দুর রহিম বিজ্ঞানে মাস্টার্স শেষ করে চাকরির জন্য মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী গ্রামের বাড়ি থেকে শহরের বাড়ি হয়ে যশোরের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়।
বিআলো/এআর



