মহম্মদপুরে ধর্ষণের দায়ে কিশোর আটক
মো. শফিকুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মাগুরার উত্তর বীরপুর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর গত ৯ ডিসেম্বর সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার রাড়ীখালী হিন্দপাড়া ভাঙ্গা দালানে সাগর, সজীব ও রিপন নামের তিনজনের বিরুদ্ধে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ রয়েছে।
ঘটনার পর কিশোরর পিতা মহম্মদপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে ২২ ডিসেম্বর আদালতে পাঠিয়েছে। ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত সাগরের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় গড়ে ওঠে এবং পরে ইসলামী শরীয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়। কয়েক মাস সংসার করার পর পারিবারিক বিরোধের কারণে কিশোরী বাবার বাড়িতে ফিরে আসে।
মামলায় বলা হয়েছে, ৯ ডিসেম্বর সন্ধ্যায় কিশোরকে ঢাকায় সংসার করার প্রলোভন দেখিয়ে ইছাখাদা বাজারে ডেকে নেওয়া হয় এবং পরে মহম্মদপুরের একটি পরিত্যক্ত স্থানে ধর্ষণ করা হয়। ঘটনার পর বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিশোরকে উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।
বিআলো/ইমরান



