• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করলো সনি-স্মার্ট 

     dailybangla 
    06th Jan 2026 7:23 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’। জাপানের বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড—যা দেশে পরিচিত সনি-স্মার্ট নামে—রাজধানীর উত্তরা এলাকায় তাদের ফ্ল্যাগশিপ শোরুমে এই বিশেষায়িত এক্সপেরিয়েন্স সেন্টারটি স্থাপন করেছে।

    মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) শাখার প্রধান যশুয়া কুয়েক, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা এবং সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসাইন।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনি-স্মার্টের হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

    উদ্বোধন উপলক্ষে সনি-স্মার্ট ঘোষণা করেছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার। এর আওতায় সনি’র ৭৫ ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে মাত্র ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকায়, সঙ্গে থাকছে গোল্ড’স জিম ভর্তিতে ব্যবহারের জন্য সমমূল্যের ক্যাশ ভাউচার। পাশাপাশি সনি’র জনপ্রিয় সাউন্ড সিস্টেম ‘বার সিক্স’ মিলছে মাত্র ৪৯ হাজার ৯০০ টাকায়। এসব সুবিধা উত্তরা শোরুম থেকে ৬ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কেনাকাটায় প্রথম ৩০ জন ক্রেতার জন্য প্রযোজ্য।

    একই সঙ্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সনি-স্মার্টের ইংরেজি নববর্ষের বিশেষ ক্যাম্পেইন। ‘মাইন্ডব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস’ শিরোনামের এই অফারে সনি’র বিভিন্ন সাইজের টিভি ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন গোল্ড’স জিমে ভর্তির জন্য আকর্ষণীয় ক্যাশ ভাউচার। ৯৮ ও ৮৫ ইঞ্চি টিভিতে আড়াই লাখ টাকা, ৭৫ ইঞ্চিতে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা এবং ৬৫ ও ৫৫ ইঞ্চির টিভিতে ১ লাখ ৫৫ হাজার টাকার ক্যাশ ভাউচার দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে বিশেষ মূল্য, ডিজিটাল ওয়ারেন্টি এবং বিভিন্ন ব্যাংকের কার্ডের মাধ্যমে বিনাসুদে কিস্তিতে পণ্য কেনার সুবিধা।

    উদ্বোধনী বক্তব্যে ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন,
    “সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার চালুর মাধ্যমে সনি-স্মার্ট বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশ্বমানের প্রযুক্তিকে আরও সহজলভ্য করেছে। সনি ও স্মার্ট বরাবরই গুণগত মান, নতুনত্ব ও উন্নত গ্রাহকসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। গোল্ড’স জিমের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব গ্রাহকসেবার বাস্তুতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।”

    সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক বলেন, “সনি-স্মার্ট সবসময় বাংলাদেশের ক্রেতাদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। দেশের প্রথম সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার তারই একটি উদাহরণ। পাশাপাশি গোল্ড’স জিমের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বিনোদনের সঙ্গে স্বাস্থ্য সচেতনতাকেও গুরুত্ব দিচ্ছি। গুণগত পণ্য ব্যবহারের পাশাপাশি গ্রাহকের ফিটনেস নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

    উল্লেখ্য, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের আইসিটি পণ্য বাজারজাতকরণে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বর্তমানে তারা বিশ্বের শতাধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য দেশের বাজারে সরবরাহ করছে। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট সেবা বাংলাদেশে বাজারজাত করার জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয়, যা সনি-স্মার্ট নামে পরিচিত।

    জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার ও জেনুইন প্যাশনের অঙ্গীকার নিয়ে সনি-স্মার্ট ইতোমধ্যে দেশের ইলেকট্রনিকস ক্রেতাদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। বর্তমানে সারা দেশে তাদের ৩০টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031