নারায়ণগঞ্জে র্যাব পরিচয়ে ৮০ লাখ টাকার ডাকাতি: আসামী বেল্লাল গ্রেফতার
মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল আসামী মোঃ বেল্লাল খান তুহিন (৩৮) গ্রেফতার হয়েছেন। র্যাব-১১-এর তথ্য অনুযায়ী, গত ২০২৬ সালের মধ্যে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে হাজী জুয়েলারীর দুই ব্যবসায়ীকে লক্ষ্য করে এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা অনুযায়ী, ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) এবং ফজলে রাব্বি (২৮) ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে একটি সাদা মাইক্রোবাসে আটকা পড়ে, যেখানে দুষ্কৃতিরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাদের টাকার ব্যাগসহ তুলে নিয়ে মারধর করে চোখ বেঁধে লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে পালায়।
পরবর্তীতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং গোপন তথ্যের ভিত্তিতে ১৮ জানুয়ারি ২০২৬ রাত ১১:৩২ টায় পটুয়াখালী জেলার নলখোলা এলাকা থেকে বেল্লালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২,৩৭,৯১০ টাকা, ১টি আইফোন ১৬, ১টি ভিভো স্মার্টফোন, ১টি সিম্ফনি বাটন ফোন এবং ১টি সোনার আংটি।
গ্রেফতারকৃত বেল্লাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। র্যাব-১১ জানান, অন্যান্য সহযোগী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআলো/তুরাগ



