মতলব দক্ষিণে ক্রীড়াঙ্গনের গৌরব ফিরিয়ে আনতে ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহ্যবাহী মতলবের হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনের গৌরবময় অতীত ফিরিয়ে আনার জন্য, মাদক মুক্ত সমাজ গড়া ও ছাত্র যুবকদেরকে খেলাধুলামুখী করার বিষয়ে কিছু ক্রীড়ামুখী কার্যক্রম নিয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতিমা আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সাবেক ফুটবলার, মতলব উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, মতলব সোনালি অতীত ক্লাবের সভাপতি মো. মেজবাহ উদ্দিন মেজু। গত রবিবার ইউএনওর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত সকল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতারা ধ্বংস হয়ে যাওয়া মতলব উপজেলা ক্রীড়া সংস্থাকে রক্ষা করার জন্য সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের নিয়ে নতুন একটি মাঠ মুখী কমিটি গঠন করার জন্য ইউএনওর কাছে অনুরোধ করেন।
আলোচনায় উপস্থিত ছিলেন ফুটবলার ও ক্রীড়া সংগঠক গোলাম কাদের মুকুল, সালাউদ্দীন, সাবেক ক্রিকেটার মিজানুর রহমান কাজল, ক্রিকেটার বাবু, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরেআলম মিয়াজি, সদস্য সচিব মো. শাহাদাত হোসেন অভি, মতলব পৌর ছাত্র দলের আহ্বায়ক মো. ইদ্রিস সরকার মুন্না, রাজনৈতিক নেতা ও ক্রীড়া সংগঠক রাশেদ মামুন, সালাউদ্দিন, ইসমাইল, ইব্রাহিম, সাদ্দাম হোসেন, আহমেদ মুসাসহ অনেকেই।
বিআলো/তুরাগ