শরণখোলায় চারা বিতরণ
বাগেরহাট প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রাখতে হলে, গাছ লাগাতে হবে বেশি করে’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় কোডেকের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
রবিবার উপজেলার বিকেলে বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসব চারা বিতরণ করা হয়। কোডেকের নিজস্ব তহবিল থেকে উপজেলার ১০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১২ হাজার ১৬ প্রকারের ফলদ চারা বিতরণ করা হয়। উন্নয়ন সংস্থা কোডেকের এটিও (পুষ্টি) মো. রাসেল মন্ডল জানায়, গত বৃহস্পতিবার উপজেলা টিটিঅ্যান্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, কোডেক বাগেরহাটের ফোকাল পারসন সৈয়দ মাহবুবুর রহমান, জোনাল ব্যবস্থাপক মাহবুবুল আলম, প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন প্রমুখ। চার ধরনের উন্নত জাতের লেবু, মালটা, আম, কদবেল, আমড়া সহ ১৬ প্রকারের ফলদ চারা বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ