কালিহাতীর মেধাবী ছাত্র আবিদ হাসানের রাশিয়ায় স্কলারশিপ প্রাপ্তি
নূর নবী (রবিন) টাঙ্গাইল উত্তরঃ টাঙ্গাইলে কালিহাতীর মেধাবী ছাত্র আবিদ হাসান রাশিয়া স্কলারশিপ পেয়েছেন। ২০২৪ শিক্ষাবর্ষে রাশিয়ার সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য মোট ১২৪ টি শিক্ষাবৃত্তি বরাদ্দ দিয়েছিলো। সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতায় টাঙ্গাইলের কালি- হাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের খরুলিয়া গ্রামের আবিদ হাসান সেরা ১২৪ জনের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে।
টাঙ্গাইল জেলা থেকে এই তালিকায় স্থান করে নিতে পারা একমাত্র শিক্ষার্থী তিনিই। সরকারি বৃত্তি পেয়ে তিনি মেকা-ি নক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর করার সুযোগ পেয়েছে রাশিয়ার অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় মস্কো ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে।
আবিদ হাসান জানান, পড়াশোনা সম্পন্ন করে দেশে ফিরে, দেশ ও মানব কল্যাণ সেবায় কাজ করবো। দেশের সকলের কাছে দোয়া চাই। তিনি কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালায় এসএসসি ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি শেষ করেন।
বিআলো/তুরাগ