বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন সমাজ কল্যান ঐক্য পরিষদ খিলক্ষেতের
নিজস্ব প্রতিবেদক: বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে গঠিত সমাজ কল্যান ঐক্য পরিষদ, নিকুঞ্জ, খিলক্ষেতের। ১৩ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার গরীব ও দুস্থ মানুষদের জন্য ‘সমাজকল্যাণ ঐক্য পরিষদ, নিকুঞ্জ, খিলক্ষেত’ একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে। নিকুঞ্জস্থ ৫ নং বড় মসজিদ সংলগ্ন খেলার মাঠে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনে ছিল বিনামূল্যে চেকআপ, বিনামূল্যে প্রেসার চেকআপ, বিনামূল্যে অক্সিজেনের স্যাচুরেশন চেকআপ, বিনামূল্যে ফিজিওথেরাপি সেবাসহ মোট ৯টি খাতে বিশেষায়িত চিকিৎসাসেবা।
ক্যাম্পেইনে শিশু, চক্ষু, দন্ত, মেডিসিন, গাইনি ও ফিজিওথেরাপিতে বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে উপস্থিতদের মধ্যে অন্যতম ছিলেন আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ডাক্তার মোহাম্মদ জোবায়ের চিশতী ও ডাক্তার হাসনাত মোহাইমিনুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ, বারডেম হসপিটাল দিনব্যাপী চলমান এই ক্যাম্পেইনে ৬০০ এর অধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পেইনটির সার্বিক সহযোগীতায় ছিল প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন-পিবিএফ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি, খিলক্ষেত থানা, উপশাখা, নিকুঞ্জ আধুনিক ফিজিওথেরাপি সেন্টার, নিকুঞ্জ কল্যান সমিতি ও সিটি ডেন্টাল কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।