মানিকগঞ্জে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন
সাইফুল ইসলাম, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুরে কাকনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন মিয়ার অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতা অযোগ্যতা অবৈধ নিয়োগ এবং নানা অপকর্মে লিপ্ত থাকায় তাকে বিদ্যালয় থেকে অপসারণ করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকনা এলাকার কাকনা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক আমাদের বিশ্রী ভাষায় গালিগালাজ করেন। আমরা প্রতি মাসে বিদ্যালয় পরিস্কার রাখার জন্য ফি দেই কিন্তু স্যার আমাদের দিয়েই জোরপূর্বক ওয়াশরুম এবং ক্লাশরুম পরিস্কার করতে বাধ্য করেন। যদি এগুলো না করি আমরা তাহলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বেত্রাঘাত করেন। প্রধান শিক্ষকের সাথে এ বিষয়ে কথা বলার জন্য ২য় তালায় গেলে স্যার আমার বেত দিয়ে মারতে মারতে নিচে নিয়ে আসে।
এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উপর নানাভাবে নির্যাতন করেন। স্কুলের গাছ বিক্রি করে নিজের পকেট ভারি করছে। স্কুলের ঘর এবং বই খাতা ও বিক্রি করেছে। পত্রিকায় অফিস সহায়কের বিজ্ঞাপন দিয়ে ১৮ লাখ টাকায় একজনকে নিয়োগ দেয়। নিয়োগ প্রাপ্ত ব্যক্তি নিয়োগের পর জানতে পারেন তার ঝাড়ুদার পোস্টে চাকরি হয়েছে। অনিয়ম দুর্নীতির কারণে স্কুলের ছাত্রছাত্রী দিন দিন কমছে। আগে ৮০০ এর অধিক শিক্ষার্থী ছিলো এখন সাড়ে ৩০০ এর মত শিক্ষার্থী আছে। আমরা সকলেই চাই দ্রুত প্রধান শিক্ষককে অপসারণ করা হোক।
বিআলো/তুরাগ