• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা 

     dailybangla 
    12th Sep 2024 10:35 pm  |  অনলাইন সংস্করণ

    নওগাঁ প্রতিনিধিঃ সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই, ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহি- নী গড়তে চাই বলে মন্তব্য করেছেন নওগাঁর নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন।

    গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশ সুপার বলেন, নওগাঁ সবচেয়ে শান্তিপূর্ণ একটি জেলা। এখানকার মানুষ তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোন রকম বিশৃঙ্খলা করেনা। নওগাঁর মানুষ এই শৃঙ্খলা ধরে রাখলে আমরা তাদের পাশে থেকে সর্বদা শৃঙ্খলা অব্যাহত রাখার চেষ্টা করবো। পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, পুলিশকে আরও আধুনিকভাবে জনবান্ধব পুলিশে রূপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে।

    এ জেলায় আমি আসার পর থেকেই আপনারা সেটি উপলব্ধি করতে পেরেছেন। পুলিশকে জনকল্যাণমুখী হতে হবে। যতদিন যাবে ততদিনই আপনারা এটি বুঝতে পারবেন। ধীরে ধীরে আরও আপনারা সেটি উপলব্ধি করতে পারবেন। যারা নির্যাতনকারী, অত্যাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী তারা আমার আপনার ও জনগণের দুশমন। সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিবো। মতবিনিময় সভায় সাংবাদিকরা নওগাঁয় অসহনীয় যানজট, মাদকব্যবসা, জুয়া, চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ এসব অপরাধমূলক কাজের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

    সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ডিআইও-১ বজলার রহমান, সদর থানার ওসি জাহিদুল হক, জেলা ডিবির পরিদর্শক ইনচার্জ হাসমত আলীসহ প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930