ভারতে ইলিশ পাঠাতে পারব না আমরাও দুর্গোৎসব করি মৎস্য উপদেষ্টা
dailybangla
13th Sep 2024 11:32 pm | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীসহ অন্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। মৎস্য উপদেষ্টা বলেন, আমরা ক্ষমা চাচ্ছি। কিন্তু আমরা ভারতে ইলিশ পাঠাতে পারব না।
এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে তা অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি। আমাদের জনগণও এটি উপভোগ (খেতে) করতে পারবে। দুই দেশের বন্ধুত্বের নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করেন ফরিদা আখতার।
বিআলো/তুরাগ