বাউবি উপাচার্যের কাছে এসএসএইচএল শিক্ষার্থীদের নয় দফা দাবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ৯ দফা দাবি জানিয়েছে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল (এসএসএইচএল)-এর শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে এই দাবি জানায় তারা।
৯ দফা দাবিগুলো হলো-দ্রুততম সময়ের মধ্যে গাজীপুর মেইন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক ভবন, পরিবহন ও আবাসিক হলের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রক্টর নিয়োগ করতে হবে। ২০২৪- ২৫ ব্যাচের স্নাতক (সম্মান)-এর সকল ক্লাস গাজীপুর মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে হবে। সেমিস্টার কোর্স ফি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুরূপ করতে হবে। সেশনজট কমিয়ে সম্পূর্ণরূপে দূরীকরণের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রবর্তন করে সে অনুযায়ী দ্রুত সময়ে পরীক্ষা নিতে হবে এবং ফলাফল প্রকাশ করতে হবে। পরীক্ষার হলকে সম্পূর্ণরূপে নকলমুক্ত করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অবিলম্বে বিভাগ ভিত্তিক একাডেমিক কার্যক্রম চালু করে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ পৃথক করতে হবে। ইংরেজি ও অর্থনীতি, ভূগোল ও পরিবেশ এই তিনটি বিষয়ে স্নাতক (সম্মান) প্রোগ্রাম চালু করতে হবে। ৪০ থেকে ৪৯ নম্বর প্রাপ্ত কোর্সগুলোতে শিক্ষার্থীরা যেন পুনঃপরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। আইন প্রোগ্রামের মতো এসএসএইচএল-এর অন্যান্য কোর্সগুলোতে যেন কোনো প্রকার সনদ জালিয়াতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একই সঙ্গে বিগত দিনে সনদ জালিয়াতির সাথে সম্পৃক্ত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শান্তির আওতায় আনতে হবে। স্নাতক (সম্মান)-এর প্রত্যেকটি প্রোগ্রামকে ডিপার্টমেন্টে পরিণত করে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।
বিআলো/তুরাগ