• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক 

     dailybangla 
    19th Sep 2024 10:26 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নতুনদের ভিড়ে পুরাতনরা হারিয়ে যাচ্ছে, দলের অনেক নেতাকর্মীদের মধ্যে এমন ধারণা হয়েছে,এটা সঠিক নয় মন্তব্য করে

    বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দলের যেসব নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের দুঃশাসনে নিষ্পেষিত হয়েছেন,বহু মামলা হামলা নির্যাতন নিপীড়নের স্বীকার হয়েছেন, তবুও দলের আদর্শ থেকে পিছপা হননি, তাদেরকে পিছনে রাখার সুযোগ নেই। তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে।

    তিনি বলেন, বিএনপি জনগণের দল, জন সমর্থন নিয়ে বিএনপি সবসময় কাজ করে। সেই সমর্থনের জন্য অনেকেই নতুন ভাবে আসবে, তবে শুধু আওয়ামীলীগ ছাড়া আমরা সকলকে সাদরে গ্রহণ করবো, আওয়ামীলীগের কোন স্হান বিএনপিতে নাই। এখন যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছে,তাদের চেষ্টা কখনোই সফল হবে না।

    আমিনুল হক বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে কাউকে শান্তিতে থাকতে দেয় নি। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। এই আওয়ামীলীগ স্বৈরাচারের স্হান বাংলার মাটিতে হবে না।

    অন্তবর্তীকালীন সরকারের অনেক বেশী গুরু দায়িত্ব রয়েছে মন্তব্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের গত ১৭ বছরের ঝঞ্জাট ১ মাসে পরিষ্কার করা কখনোই সম্ভব না। এই অন্তবর্তীকালীন সরকারকে একটি যৌক্তিক সময় দিয়ে বাংলাদেশের জনগণের বহু আকাঙ্খিত গণতন্ত্র পুনরুদ্ধার,গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মাটিতে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।তাহলেই গণতন্ত্র পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে।

    আজ (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে পল্লবী রুপনগর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এ সব কথা বলেন।

    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর জাসাস সভাপতি শহিদুল ইসলাম স্বপন,ঢাকা মহানগর উত্তর কৃষকদলের আহবায়ক আসজাদুল আরিশ ডল, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্যসচিব কামরুজ্জামান, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক,মাহাবুব আলম মন্টু,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, ডিএনসিসি ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি শরীফ উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সাজ্জাদুল মেরাজ, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এডভোকেট রুনা লায়লা,জাসাস ঢাকা মহানগর উত্তর সদস্যসচিব আনোয়ার হোসেন অনু,ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজসহ প্রমুখ।

    অনুষ্ঠান পরিচালনা করেন রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মজিবুল হক। এছাড়াও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব, সদস্য আশরাফুল ইসলাম, রুপনগর থানা বিএনপির ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন,পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান,আনিসুজ্জামান আনিস,রুপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি,পল্লবী থানা মহিলাদলের সদস্য সচিব সৈয়দা দিলারা পলি প্রমুখ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930