চাঁদপুরে পুলিশ প্রশাসনের কোনো দপ্তরে ঘুস-দুর্নীতি থাকবে নাঃ নবাগত এসপি
নিজস্ব প্রতিবেদকঃ জেলার পুলিশ প্রশাসনের কোনো দপ্তরে ঘুস বা দুর্নীতি থাকবে না বলে জানিয়েছেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
তিনি বলেন, এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সেবামূলক কাজে অনেকেই পুলিশের কাছে আসেন। তবে কোনো পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে যদি আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার। কিশোর গ্যাং প্রসঙ্গে এসপি বলেন, কিশোর গ্যাংয়ের জন্য আমরা আলাদা করে ডাটাবেজ তৈরি করবো। সেখানে আগে কেউ এ-সংক্রান্ত কাজে জড়িয়ে থাকলে তাদের ডাটাবেজ দেখে কাজ করবো। পরবর্তীতে তাদের শাস্তির আওতায় আনা হবে। এসময় তিনি নিহত পারভেজের বাবা নবী উল্যার সঙ্গেও কথা বলেন এবং তাকে আর্থিক সহযোগিতা করেন।
এ্যানি বলেন, সময় পাল্টেছে। এখন আর পুরোনো ধারার রাজনীতি করার সুযোগ নেই। সবাইকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে হবে। নতুন যারা রাজনীতিতে এসেছে, তাদের জোরালো ভূমিকা রাখতে হবে। বিগত সরকারের পেটুয়া বাহিনীর মতো হলে চলবে না। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না।
বিআলো/তুরাগ