নতুনধরা গ্রুপের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে চুক্তি
মো. ইব্রাহীম হোসেন: দেশের শতভাগ পরিবেশবান্ধব আবাসন কোম্পানি ও একমাত্র প্রিমিয়াম প্লটের আবিষ্কারক প্রতিষ্ঠান নতুনধরা এসেটস্ লিমিটেডের সঙ্গে রিয়েল এস্টেট সেক্টরে ও শিল্প একাডেমিয়ার পারস্পারিক সহযোগিতা বাড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ড্যাফোডিল স্মার্ট সিটি বিরুলিয়া, আশুলিয়া, সাভারের প্রফেসর ডা. আমিনুল ইসলাম সেমিনার হলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার এর কো-চেয়ারম্যান, নতুনধরা রিয়েল এস্টেট লিমিটেড, নতুনধরা এসেটস্ লিমিটেড ও নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ড. মো. সাদী-উজ-জামান এবং নতুনধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মেরিনা সাদী।
এর আগে নতুনধরা এসেটস্ লিমিটেড ও নতুনধরা রিয়েল এস্টেট লিমিটেডের সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের জন্য স্মার্ট লিভিং-এর উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের ফল ২০২৪-এর নতুন সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মেরিনা আক্তার সাদী।এছাড়াও আরো উপস্থিত ছিলেন নতুনধরা গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন মিঞা শিকদার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও রিয়েল এস্টেট বিভাগের কর্মমর্তা, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
নতুনধরা এসেটস্ লিমিটেডের মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার তিনটি ইউনিয়ন জুড়ে বিস্তৃত নতুনধরা আবাসন প্রকল্প। নতুনধরা আবাসন প্রকল্প পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্রপ্রাপ্ত এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত অতি মূল্যবান ইআইএ (এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট) অনুমোদনপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান, যা আবাসন খাতে সবচেয়ে কম সময়ে স্বচ্ছতার সঙ্গে আস্থা ফেরাতে আপসহীন থেকে অর্জন করেছে এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কর্তৃক ছাড়পত্র পেয়েছে নতুনধরা অ্যাসেটস্ লিমিটেড। রিয়েল এস্টেট আইন ২০০৪ অনুযায়ী, জেলা প্রশাসন কর্তৃক দায়মুক্তি সনদপ্রাপ্তি নতুনধরা আবাসন প্রকল্পের শতভাগ স্বচ্ছতারই স্বীকৃতি। স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক পরিবেশগত অনাপত্তি সনদ ও উপজেলা পরিষদ কর্তৃক প্রশংসাপত্র রয়েছে এ প্রকল্পের।
এছাড়া জেলা প্রশাসন কর্তৃক ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ অনুযায়ী, জমি ক্রয় এবং মিউটেশন করার অনুমোদনপ্রাপ্ত ট্রেডমার্ককৃত একমাত্র প্রতিষ্ঠান নতুনধরা। নতুনধরা এসেটস্ লিমিটেড জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক রেজিস্টার্ড, বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি গর্বিত সদস্য প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক কর্মমান নির্ধারণী সংস্থা আইএসও কর্তৃক আইএসও ৯০০১: ২০১৫ সার্টিফাইড কোম্পানি।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সেক্টরে প্রায় ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ও দেশের প্রথম প্রফেশনাল রিয়েল এস্টেট ট্রেইনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং দেশের রিয়েল এস্টেট সেক্টরে রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট বিষয়ে একমাত্র ডক্টরেট ডিগ্রীর গৌরব অর্জনকারী, এফবিসিসিআই’র বিশিষ্ট ব্যবসায়ী নেতা, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারের কো-চেয়ারম্যান, নতুনধরা রিয়েল এস্টেট লিমিটেড, নতুনধরা এসেটস্ লিমিটেড ও নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ড. মো. সাদী-উজ-জামানের সুদক্ষ তত্ত্বাবধানে গড়ে উঠছে শতভাগ পরিবেশবান্ধব সুপরিকল্পিত আবাসন প্রকল্প।
নতুনধরা আবাসন প্রকল্পে রয়েছে ড. মো. সাদী-উজ-জামানের উদ্ভাবিত ও নামকরণকৃত বহুল সুবিধা-সংবলিত ৫ ও ৩ কাঠার ‘প্রিমিয়াম প্লট’। প্রকল্পের প্রতিটি প্লটই প্রিমিয়াম এতে থাকছে তিন দিকে খোলা জায়গা। ২টি প্রিমিয়াম প্লটের মালিকানায় গ্রাহকেরা চারদিক খোলা পাবেন এবং ৪টি প্লটের মালিকানায় মোট পাঁচ দিক খোলা পাবে। স্পেশাল ফিচারের কারণে ফ্লোর এরিয়া রেশিওর (এফএআর) নীতি অনুযায়ী, ডেভেলপকৃত বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরের আয়তন হবে তুলনামূলক অনেক বেশি। প্রকল্পে থাকছে মসজিদ, গোল্ডেন গার্ডেন, ওপেন থিয়েটার, লেক, খেলার মাঠ, বার্ডস পার্কসহ আরও অনেক নাগরিক সুযোগ-সুবিধা।
ড. মো. সাদী-উজ-জামান বিশ্বাস করেন, একটি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত আবাসন প্রকল্পে প্রথম প্রয়োজন সঠিক অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরা। তাই নতুনধরা আবাসন প্রকল্পে যোগ হচ্ছে নতুনধরা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টার (নেলসিসি), যা নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে অন্যতম এক বলিষ্ঠ প্রয়াস।
বিআলো/তুরাগ