• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক 

     dailybangla 
    21st Sep 2024 11:26 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম আলমগীর চাঁদ, পাবনা: পাবনায় দুইজন ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর কর্নেল ও জুনিয়র কমিশন্ড অফিসার পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা।

    গত বৃহস্পতিবার বিকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে সেনা কর্মকর্তা পরিচয়ে অনৈতিক সুবিধা আদায়কালে ঐ দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, হাসিব রহমান নামে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্নেল এবং অপর ব্যক্তি মেহেদী হাসান নিজেকে জে ও সি পরিচয় দিয়ে পদ্মা নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলনের অনুমতি চায়। তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তিনি সেনাবাহিনীকে খবর দেন। সেনাসদস্যগণ ঘটনাস্থলে পৌঁছে এ দুজনকে ভুয়া বলে শনাক্ত করেন। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

    আটককৃত ভুয়া কর্নেল হাসিব রহমানের বাড়ি রাজধানীর মোহাম্মদপুরে এবং ভুয়া জে ও সি মেহেদী হাসানের বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। এ বিষয়ে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া ভুয়া দুই প্রতারক কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930