ভোলায় শহীদ পরিবারের মাঝে অনুদান বিতরণ
হারুনুর রশিদ শিমুল, ভোলা: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শতশত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ভোলায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের মাঝে অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) ভোলা জেলা পরিষদ চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা জামায়াতের আমির মো. জাকির হোসাইন মাষ্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর শুরা ও ভোলা পৌরসভার কর্মপরিষদ সদস্য মাও. মো. আতাউর রহমান, জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার সেক্রেটারী মো. রুহুল আমিন, ভোলা সদর উপজেলা সেক্রেটারী মাও. আব্দুল গাফ্ফার, ভোলা সদর উপজেলা আমির মাও. কামাল হোসেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাও. মো. জাকির হোসেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আমির হোসেন, জামায়াতে ইসলামী ভোলা জেলা রাজনৈতিক সেক্রেটারী অধ্যাপক জিয়াউল মোর্শেদ, জেলা সেক্রেটারী মো. হারুনুর রশিদ, ভোলা জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম।
বক্তারা বলেন, দেশ আজ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। জামায়াতে ইসলাম সকল শহীদদের পাশে দাঁড়িয়েছে। আন্দোলনে নিহত ভোলায় ৪৬ টি লাশ এসেছে। তাদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার জন্য আরও বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা সদর উপজেলার সকল ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ