ছাত্র আন্দোলনে নিহত পরিবারের পাশে থাকবে জামায়াত
সজীব আলম, লালমনিরহাট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আবদুল হালিম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলাম। তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এদেশে ইতিহাস হয়ে থাকবে। জাতি তাদেরকে আজীবন শ্রদ্ধার সাথে স্বরণ করবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনরহাট জেলা শাখার আয়োজিত লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভা ও শহীদ পরিবারের মাঝে নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউল ইসলাম ফাতেমী পাভেল, মুফতি মাওলানা মুজিবুর রহমান, ও বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ আহমেদ রেজা সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিহ মিয়া।
এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লালমনিরহাটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. হামিদুর রহমান সহ অন্যান্যরা। মতবিনিময় শেষে প্রত্যক শহীদ পরিবারের মাঝে নগদ এক লাখ টাকা করে বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ