সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর এলাকার বড্ডাপাড়ার হাবু মিয়া মেম্বারের স’মিলের কাছে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষ চলে বিকেল ৩টা পর্যন্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে উপজেলা সদরের বড্ডাপাড়া পাড়ার ইউপি সদস্য হাবিবুর রহমান মিয়ার (হাবু মিয়া) স’মিলের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন উলচালিয়াপাড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে আমান।
মোটরসাইকেলটি তীব্র গতিতে যাওয়ার সময় স’মিলের এরশাদ মিয়ার ভ্যানের সঙ্গে ধাক্কা লাগতে গিয়ে বেঁচে যায়। তখন এরশাদ পেছন থেকে কিছু বললে মোটরসাইকেল চালক আমান এসে এরশাদকে গালাগালি করতে থাকেন। সেসময় ইউপি সদস্য হাবু মিয়ার ছেলে জুয়েল বের হয়ে আমানের সাথে তর্কে জড়ান। পরে বিষযটি সেখানেই শেষ করে দিলে মোটরসাইকেল নিয়ে আমান চলে যান। একপর্যায়ে আমান উচালিয়াপাড়ার তার লোকজন নিয়ে এসে হাবু মিয়ার স’মিলে ঢুকে জুয়েলসহ ভ্যান চালক এরশাদকে মারতে শুরু করেন। বিষয়টি দুই গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে তারা সংঘর্ষে লিপ্ত হয়। টানা তিন ঘণ্টা এই সংঘর্ষ চলে।
বিআলো/তুরাগ